মধ্যরাতে ভারত-চীন উত্তেজনা, শূন্য রেখা অতিক্রম করায় গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক

ভারতের লাদাখের প্যাংগন লেকের দক্ষিণ তীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অবৈধভাবে অতিক্রম করে সোমবার ভারতীয় সেনারা গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ তুলেছে চীন। পরিস্থিতি স্থিতিশীল করতে চীনা সীমান্ত রক্ষাকারী বাহিনী পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন দেশটির পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র ঝ্যাং সুইলি।

এক বিবৃতিতে পিএলএ’র পশ্চিমাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র জানান, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে প্যাংগন লেকের দক্ষিণ তীর এবং শেনপাও পার্বত্য এলাকায় ঢুকে পড়ে ভারতীয় সেনারা।

news24bd.tv

এক পর্যায়ে তারা চীনের সীমান্ত রক্ষাকারী বাহিনীর টহল দলের ওপর হুমকিমূলক গুলি বর্ষণ করে।

আর তারপরেই চীনা বাহিনী পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয়। তবে বেইজিংয়ের পক্ষ থেকে কী ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্টভাবে বলা হয়নি।


আরও পড়ুন: 

লাদাখ সীমান্তে গুলি চালিয়েছে ভারত দাবি চীনের


এ সংক্রান্ত বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকেও পাল্টা কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বলে তথ্য দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর