পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৬ জন এবং আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৯২ জন। এ নিয়ে মোট ৪ হাজার ৫৫২ জন মারা গেলো এবং মোট আক্রান্ত হলেন ৩ লাখ ২৯ হাজার ২৫১ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে কভিড-19 এ গেল ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৭ হাজার।

প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৮৪৬ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মোট সংক্রমন পৌনে তিন কোটি ছাড়িয়েছে। আর মোট প্রাণহানি দাঁড়াল প্রায় ৮ লাখ ৯৭ হাজার। সংক্রমণ কমেছে ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলেও।


আরও পড়ুন: 

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যু কম


অন্যদিকে, করোনাই শেষ নয়, পরবর্তী মহামারীর জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে বিশ্ববাসীকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এছাড়া রাশিয়ায় করোনার টিকার প্রথম ব্যাচের ডোজ নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। চলতি মাসেই দ্বিতীয় টিকার পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে দেশটি। আর আসছে অক্টোবরে যুক্তরাষ্ট্র ভ্যাকসিনের আবিস্কারে সক্ষম হবে আশাবাদী প্রেসিডেন্ট ট্রাম্প।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর