চলতি মাসেই দ্বিতীয় টিকার পরীক্ষার ঘোষণা রাশিয়ার

আসমা তুলি

বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন আবিস্কারের পর চলতি মাসেই দ্বিতীয় টিকার পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে রাশিয়া। সেপ্টেম্বরের শেষে দ্বিতীয় ভ্যাকসিনের পরীক্ষা শুরুর ইঙ্গিত দিয়েছে মস্কো।

এদিকে, আসছে অক্টোবরে যুক্তরাষ্ট্র ভ্যাকসিনের আবিস্কারে সক্ষম হবে আশাবাদী প্রেসিডেন্ট ট্রাম্প। আর এটি মার্কিন নির্বাচনের আগে তার প্রশাসনের বড় সাফল্য ও চমক বলে বিবেচিত হবে, এমনটাই দাবি করেন তিনি।

রুশ বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিনটি নিয়ে এখনও আলোচনা-সমালোচনা চলছে। এই ভ্যাকসিনের ওপর চালানো প্রাথমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্প্রতি চিকিৎসাবিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট একটি গবেষণা নিবন্ধও প্রকাশ করেছে। এর মধ্যেই ভাইরাসটির আরেকটি ভ্যাকসিন ট্রায়াল শুরুর কথা জানিয়েছে ক্রেমলিন।

এই টিকাটি উদ্ভাবন করছে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেক্টর ইনস্টিটিউট।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে সম্ভাব্য এ ভ্যাকসিনটির পরীক্ষা শুরু হবে।

আরও পড়ুন: 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই

এদিকে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই থেকেই নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টা যুক্তরাষ্ট্র দ্রুতই সমর্থ হবে বলে আশা প্রকাশ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আমার শাসনামলে রেকর্ড সময়ে করোনার ভ্যাকসিন উৎপাদিত হতে যাচ্ছে । সেখানে আমার প্রতিদ্বন্দ্বী বাইডেন ক্ষমতায় আসলে মার্কিন অর্থনীতিসহ পুরো দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

সম্ভাব্য ভ্যাকসিন আবিস্কারে চূড়ান্ত সাফল্যের পথে এগিয়ে চলছে চীনও। এরই মধ্যেই দেশটির বায়োটেক গ্রুপ-সি্‌এনবিজির ওপর আস্থা রেখেছে নতুন আরো দুই দেশ-সাইবেরিয়া ও পাকিস্তান।

এরইমধ্যে বাহরাইন, পেরু আর্জেন্টিাসহ ১০টি দেশ চীনের সম্ভাব্য ভ্যকসিনের তৃতীয় ট্রায়ালে অংশ নিয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর