বাংলাদেশের সঙ্গে শিক্ষা কার্যক্রমের অংশীদারিত্ব বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে শিক্ষা কার্যক্রমের অংশীদারিত্ব বাড়িয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সঙ্গে শিক্ষা কার্যক্রমের অংশীদারিত্ব বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফ্র্যাঙ্কলিন ভার্চুয়াল স্কুল বাংলাদেশের ঢাকা ভিত্তিক এসএসবিসিএলের সঙ্গে অনলাইনে এই শিক্ষা কার্যক্রম বাড়িয়েছে।

এই অংশীদারিত্বে ইংরেজি বর্ধন কোর্স এবং মাধ্যমিক শিক্ষার বিভিন্ন বিষয় রয়েছে। এরই মধ্যে ফ্লোরিডার ফ্র্যাঙ্কলিন ভার্চুয়াল স্কুল তাদের অনলাইন কার্যক্রম এশিয়ার কয়েকটি দেশে প্রসারিত করার প্রস্তাব দিয়েছে।

আর এই তালিকায় রয়েছে- জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, তাইওয়ান, হংকং, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশ। এছাড়াও ফ্লোরিডার ফ্র্যাঙ্কলিন ভার্চুয়াল স্কুল, তাদের এই কার্যক্রমে হাডসন গ্লোবালের মেধাবী শিক্ষার্থীদের অর্ন্তভূক্ত করেছে।

আর এটি এমন একটি সংগঠনে পরিণত হচ্ছে, যেখানে বিশ্বের মেধাবী শিক্ষার্থীরা, যুক্তরাষ্ট্রে তাদের অধ্যয়নের স্বপ্ন পূরণে সমর্থ হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর