প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

উপমহাদেশের প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। সঙ্গীতজীবনেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সান্নিধ্য পেয়েছিলেন ফিরোজা বেগম।  

নজরুল সঙ্গীতে অসামান্য অবদান রাখায় অর্জন করেছেন স্বাধীনতা পদক, একুশে পদকসহ অসংখ্য সম্মাননা। এ ছাড়াও কলকাতায় তাকে 'বঙ্গ' সম্মানে ভূষিত করা হয়।

 

পৃথিবীর বিভিন্ন দেশে ৩৮০টির বেশি একক সংগীতানুষ্ঠান করেছিলেন ফিরোজা বেগম। ২০১৪ সালের এ দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৪ বছর বয়সে মারা যান কিংবদন্তি এই নজরুল সংগীতশিল্পী।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর