শ্রীলঙ্কা সফরের আগে ক্রিকেটের জন্য খারাপ খবর

শ্রীলঙ্কা সফরের আগে ক্রিকেটের জন্য খারাপ খবর

নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে দুঃসংবাদ এলো বাংলাদেশ ক্রিকেটেন জন্য। করোনায় আক্রান্ত হয়েছেন ক্রিকেটার সাইফ হাসান ও ফিজিকাল পারফর্মেন্সের হেড নিকোলাস লি।

 লংকা সফরের আগে ক্রিকেটারদের প্রথম করোনা টেস্ট হয়েছে সোমবার। ঢাকায় থাকা ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্ট স্টাফকে কোভিড-১৯ পরীক্ষা দিতে হয় এদিন।

এদের মধ্যে করোনা পজেটিভ ফল আসে সাইফ ও লির নামে। পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা বুধবার থেকে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারবেন।


আরও পড়ুন:

করোনা টেস্টের পর অনুশীলন শুরু


যে দুজন পজিটিভ হয়েছেন, তারা চিকিৎসা নেবেন বিসিবির মেডিক্যাল বিভাগের অধীনে। বিসিবি জানিয়েছে, করোনা প্রটোকল মেনে তাদের আইসোলেশনে রাখা হবে পরবর্তী পরীক্ষা পর্যন্ত।

শ্রীলঙ্কা সফরের জন্য ১০ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ২০-২২ সদস্যের দল ঘোষণা করবে বিসিবি। এদিকে, বিরতির পর আবারো অনুশীলন শুরু করেছে ক্রিকেটাররা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ