৩০০তম পর্বে নিউজ টোয়েন্টিফোরের 'প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস'

৩০০তম পর্বে নিউজ টোয়েন্টিফোরের 'প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস'

নিজস্ব প্রতিবেদক

সংবাদ ভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের নিয়মিত আয়োজন 'প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস'। বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর নিউজ টোয়েন্টিফোরে শুরু হয় স্বাস্থ্যবিষয়ক এ আয়োজন। মূলত করোনার উপসর্গ, জটিলতা, সতর্কতা ও করোনা আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্যগত পরবর্তী পদক্ষেপসহ নানা প্রশ্নের উত্তর খোঁজা হয় এ অনুষ্ঠানে। আর দর্শকদের এসব প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

 

গত ১৫ মার্চ শুরু হওয়া এ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ১১টায় এবং রাত ১১টায় সরাসরি সম্প্রচারিত হয় নিউজ টোয়েন্টিফোরে। সেই ধারাবাহিকতায় আজ বুধবার রাত ১১টায় অনুষ্ঠানটির ৩০০ তম পর্ব প্রচারিত হবে।

আজ অতিথি থাকবেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিয়াজ মোবারক, আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহানারা আরজু।

'প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস' অনুষ্ঠানটির প্রতিটি পর্বে বিশেষজ্ঞ চিকিৎসকরা মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ, প্রতিরোধ, সচেতনতা নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

ঘণ্টাব্যাপী সরাসরি প্রচারিত প্রোগ্রামটির সমন্বয়কারীর দায়িত্বে আছেন শামছুল হক রাসেল।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল