ভারতীয় সেনাদের আশঙ্কা, এবারও ধারাল অস্ত্র ব্যবহার করতে পারে চীন

অনলাইন ডেস্ক

চলমান উত্তেজনার মধ্যে লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে আবারও স্বশস্ত্র সেনা মোতায়েন করেছে চীন। এতে নতুন করে তৈরি হয়েছে যুদ্ধের উন্মাদনা।

অন্যদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে গুলি চালানোর ঘটনা নিয়ে পাল্টাপাল্টি দোষারোপের খেলায় মেতেছে দিল্লি ও বেইজিং।

মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ভারতীয় সেনাদের আশঙ্কা, গালওয়ান সংঘর্ষের মতো এবারও ধারাল অস্ত্র ব্যবহার করতে পারে চীনা সৈন্যরা। আর যদি ফের চীনা সেনারা এমন অস্ত্র নিয়ে সীমান্তের কাছে আসতে চায়, তবে ভারতীয় সেনারা তা বরদাশত করবে না বলে সতর্ক করেছে দিল্লী।

প্রয়োজনে গালওয়ান উপত্যকার মতো ফের সংর্ঘষ বেঁধে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে। গেল জুনে গালওয়ান সংঘর্ষের সময়, চীনা সেনারা পেরেকযুক্ত লোহার রড ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে দিল্লী।

যেখানে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি তাদের।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর