চীন-ভারত উত্তেজনা: লাদাখে এবার নির্মাণ কাজ শুরু করল চীন

চীন-ভারত উত্তেজনা: লাদাখে এবার নির্মাণ কাজ শুরু করল চীন

অনলাইন ডেস্ক

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নতুন করে নির্মাণকাজ শুরু করেছে চীন। সরকারি সূত্রে খবর, প্যাংগং লেকের উত্তরে, ফিংগার অঞ্চলে নতুন করে নির্মাণকাজ শুরু করেছে চীন।

ভারতীয় সেনাও বিষয়টিতে অবগত। পিপল'স লিবারেশন আর্মি (চীন সেনা) কার্যকলাপের দিকে কড়া নজর রাখা তারা।

কেন্দ্রের শীর্ষস্থানীয় সূত্রের উল্লেখ করে ভারতের একটি বেসরকারি নিউজ চ্যানেল জানায়, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনের কোনও কার্যকলাপে যদি ভারতের সুরক্ষা বিঘ্নিত হয়, সে ক্ষেত্রে ভারত চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে পারে না। আঘাত হানবে।

চলতি বছরের জুনে পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘাতের সূত্রপাতও কিন্তু লালফৌজের নির্মাণকে কেন্দ্র করেই। চীনের নির্মাণে বাধা দিলে, ১৫ জুন রাতে সংঘাত বাধে।

রক্তক্ষয়ী সেই সংঘর্ষে ভারতের এক সেনাঅফিসার-সহ ২০ জওয়ান শহীদ হন।

এ বারও সংঘাতে যেতে সেই নির্মাণকেই সামরিক উস্কানি হিসেবে প্রয়োগ করছে চীন এমন মন্তব্য ভারতের। নিয়ন্ত্রণরেখায় তিন ব্যাটালিয়ান সেনাও মোতায়েন করেছে ভারত। জড়ো হচ্ছে আরও সেনা।


আরও পড়ুন:

বেলারুশকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার দাবি প্রত্যাখ্যান ক্রেমলিনের


পূর্ব লাদাখে প্যাংগং লেকের দক্ষিণ অংশ ভারত আধিপত্য বিস্তার করার পরেই চীন ওই লেকের উত্তর দিকের ফিংগার অঞ্চলে নতুন নির্মাণকাজে হাত দিয়েছে। বুধবার সেই নির্মাণকাজ নজরে আসে।

ভারতের দাবি, ফিংগার আটে হল প্রকৃত নিয়ন্ত্রণরেখা। সেখানে চীন ফিংগার চার পর্যন্ত এগিয়ে এসেছে। ফিংগার চারে চীন শিবিরও তৈরি করেছে। ফিংগার ৫ থেকে ৮-এর মধ্যে চীনাদুর্গও তৈরি হয়েছে।

সূত্র: এই সময়

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ