করোনা পরিস্থিতিতে পুরোই বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

করোনা পরিস্থিতিতে পুরোই বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

মাহমুদুল হাসান

করোনার পরিবর্তিত পরিস্থিতিতে পুরোই বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতিষ্ঠার শতবর্ষে পদার্পণ অথচ ছিল না কোন আয়োজন। হাজারো শিক্ষার্থীর পদচারণায় মুখর থাকত যে ক্যাম্পাস সেখানে এখন শুনশান নীরবতা। এর মাঝেই যেন আরো সবুজ হয়েছে চারপাশ, বিকেল নামতেই হাজারো পাখির কলরবে মুখর হয় চারপাশ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, সহসাই খোলার কোন সম্ভাবনা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়।  

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে দিকেই চোখ যায় শুনশান নীরবতা। হাজারো শিক্ষার্থীর পদচারণায় মুখর ক্যাম্পাসে করোনার থাবা। দেশে সংক্রমন ধরা পড়ার পর থেকেই বন্ধ সবকিছু।

এই সুযোগে প্রকৃতি যেন হয়ে উঠেছে আরো সবুজ। বিকেল হতেই হাজারো পাখির কলরবে মুখর হয় পুরো প্রকৃতি।

বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের ক্যাম্পাসে আগমন প্রায় ৬ মাস পর। বাড়িতে থাকতে থাকতে এখন আর ভালো লাগে না তাদের। এজন্য দেখতে এসেছেন কেমন আছে প্রিয় শিক্ষাঙ্গণ।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক ২১টি হলেই ঝুলছে তালা। যারা বেড়াতে আসছেন, সবারই মুখে চিন্তার ছাপ। জানালেন নিজেদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তার কথা।

কবে খুলবে বিশ্ববিদ্যালয় সে বিষয়ে কোন তথ্য দিতে পারলেন না উপাচার্যও।  

এ অবস্থায় ঝুলে আছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন। কেরোনা কাটিয়ে আবার স্বাভাবিক হবে ক্যাম্পাস, সে প্রত্যাশায় শিক্ষক-শিক্ষার্থী সবার।  


আরও পড়ুন: করোনাকে হেলা নয়


নিউজ টোয়েন্টিফোর/নাজিম