আত্মপ্রকাশ করলো “কন্ঠশিল্পী পরিষদ,বাংলাদেশ”

আত্মপ্রকাশ করলো “কন্ঠশিল্পী পরিষদ,বাংলাদেশ”

ফাতেমা কাউসার

দেশের গীতিকার,সুরকার ও সংগীত পরিচালকদের পর এবার সংগঠিত হলেন কণ্ঠশিল্পীরাও। নিজেদের ন্যায্য অধিকার সংরক্ষণ এবং সংগীতে নৈরাজ্য বন্ধে দুই মাসের প্রস্তুতি শেষে আত্মপ্রকাশ করেছে এই ‘কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’।   

নবগঠিত এই সংগঠনের আহ্বায়ক করা হয়েছে খ্যাতিমান রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা’কে। শিল্পীদের অধিকার রক্ষায় এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

সংগীতাঙ্গনে দুই মাস ধরে চলছে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস। এরই মধ্যে গীতিকার, সুরকার ও যন্ত্রশিল্পীদের কপিরাইটসহ নৈতিক ও আর্থিক অধিকার সুরক্ষায় গঠিত হয়েছে গীতিকবি সংঘ ও মিউজিক কম্পোজারস অ্যাসোসিয়েশন।  

এবার বড় ঐক্যের পথে সংগীতশিল্পীরাও। তৈরি করেছেন “কন্ঠশিল্পী পরিষদ,বাংলাদেশ”।

নৈতিক ও আর্থিক অধিকার সংরক্ষণে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আহ্বায়ক রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

বাংলাদেশের অভ্যুদয়ের ৫০ বছরেও অবহেলিত সংগীতাঙ্গনের কোনো সুষ্ঠু নীতিমালা হয়নি। এবার সুদিন ফিরার প্রত্যাশা কন্ঠশিল্পীদের।

“কন্ঠশিল্পী পরিষদ,বাংলাদেশ” শিল্পীদের অধিকার রক্ষায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে তা সময়-ই বলে দিবে।


আরও পড়ুন: উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন পাওয়ার অসুস্থ প্রতিযোগীতা চলছে


 

নিউজ টোয়েন্টিফোর/নাজিম