চীন ইরান রাশিয়ার যৌথ সামরিক মহড়া

চীন ইরান রাশিয়ার যৌথ সামরিক মহড়া

অনলাইন ডেস্ক

চলতি মাসের শেষেই একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে ইরান, রাশিয়া ও চীন। রাশিয়ার দক্ষিণাঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া এ মহড়ায় আরও কয়েকটি দেশ অংশ নেবে বলে বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ককেশাস-২০২০ নামের ওই মহড়াটি আগামী ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে বেইজিং। পাকিস্তান, মিয়ানমার, আর্মেনিয়া ও বেলারুশও অংশগ্রহন করবে মহড়ায়।

এর মাধ্যমে প্রতিরক্ষা কৌশল রপ্ত করার ওপর বিশেষ জোর দেয়া হবে বলে জানানো হয়েছে।  

আরও পড়ুন: 


বাংলাদেশকে লক্ষাধিক ভ্যাকসিন ফ্রি দেবে চীন


যুক্তরাষ্ট্রের শত্রুতার মুখে গেল কয়েক বছর ধরেই নিজেদের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে রাশিয়া, চীন ও ইরান। গেল বছর ওমান সাগর ও ভারত মহাসাগরেও যৌথ মহড়া চালিয়েছিল এই তিন দেশ।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল