হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাসে কানাডায় সিলেট প্রবাসীদের উচ্ছ্বাস

হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাসে কানাডায় সিলেট প্রবাসীদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক

সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল ২০২০ পাস হওয়ায় আনন্দ প্রকাশ করেছে কানাডার আলবার্টার বৃহত্তর সিলেট প্রবাসী বাঙালিরা। সেইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আবু জাহির এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।   

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  সিলেট এসোসিয়েশন অব ক্যালগেরির প্রতিষ্ঠাতা সভাপতি রুপক দত্ত , প্রকৌশলী মোঃ আব্দুল কাদির, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী কিরণ বণিক শংকর, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান দীপু।  

বক্তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন,  সিলেটের উন্নয়নে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়  আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জে এডভোকেট আবু জাহির এর নেতৃত্বে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা সভায় একটি সরকারি মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়েছিলেন। যা  ২৩ শে ডিসেম্বর ২০১৯ সালে মন্ত্রীসভায়  নীতিগত অনুমোদন পায়।  


আরও পড়ুন: পুরোই বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস


নিউজ টোয়েন্টিফোর/নাজিম