‘ভ্যাকসিন ন্যাশনালিজম’

‘ভ্যাকসিন ন্যাশনালিজম’

শওগাত আলী সাগর

‘ভ্যাকসিন ন্যাশনালিজম’- এই নতুন টার্মটি আজাই চোখে পড়লো। স্বাস্থ্য এবং স্বাস্থ্য বিষয়ক নীতিমালা নিয়ে কাজ করেন এমন শতাধিক বিশেষজ্ঞ (সুশীল সমাজ) কানাডার ফেডারেল সরকারের সমালোচনা করতে গিয়ে এই ‘উপমা’টি ব্যবহার করেছেন।  

তাদের অভিযোগ জাস্টিন ট্রডোর লিবারেল সরকার ‘ভ্যাকসিন ন্যাশনালিজম’ প্রতিষ্ঠা করেছেন, কারণ সরকার সবার আগে নাগরিকদের করোনা ভাইরাসের টিকা প্রাপ্তি নিশ্চিত করতে আগে ভাগে টিকা কিনে বসে আছে।

কানাডার মোট জনসংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি টিকা সংগ্রহ করতে আগাম পয়সা দিয়ে চারটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে কানাডা।

সুশীল সমাজের এই ব্যক্তিরা মনে করছেন কানাডা সরকার এই কাজটি ঠিক করেনি। তারা মনে করছে, কানাডার উচিৎ দরিদ্র দেশগুলো যাতে ভ্যাকসিন পেতে পারে সে জন্য অর্থ বরাদ্দ দেয়া।

লেখক: প্রধান সম্পাদক, নতুন দেশ


আরও পড়ুন:  করোনা ভ্যাকসিন এমনি এমনি মিলছে না


নিউজ টোয়েন্টিফোর/নাজিম

এই রকম আরও টপিক