বাঙালি পড়ে আছে কুয়োয়

তসলিমা নাসরিন

বাঙালি পড়ে আছে কুয়োয়

তসলিমা নাসরিন

আমেরিকায় গিয়ে বাংলাদেশের বাঙালিরা কী করে? মুসলমানরা মসজিদ বানায়, হিন্দুরা মন্দির বানায়। শুরু হয়ে যায় মহাসমারোহে ধর্মের কুয়োয় সাঁতার কাটা।  

আজ একটা খবর পড়লাম বাঙালি মুসলমানরা সুন্নি আন্দোলন করছে নিউইয়র্কের জামাইকায়। ডলার কামাবে,দেশের রাজনীতি নিয়ে এর ওর সাথে অর্থহীন কিছু কথা বলবে,আর ধর্ম করবে।

এ ছাড়া বেশি কিছুতে আগ্রহ তাদের নেই। অথচ কত কিছু করার আছে দেশটিতে, কত কিছু জানার আছে,শেখার আছে! কত রকম আন্দোলন চলছে মেইনস্ট্রিমে, নারী-অধিকার আন্দোলন, মানবাধিকার আন্দোলন, সমকামী-রূপান্তরকামীদের আন্দোলন, বর্ণবাদবিরোধী আন্দোলন, সেক্যুলার আন্দোলন, সবার জন্য ফ্রি শিক্ষা ফ্রি চিকিৎসার আন্দোলন, মুক্তচিন্তার আন্দোলন, আদিবাসিদের জন্য- কালোদের জন্য-অভিবাসিদের জন্য আন্দোলন, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, অক্যুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন, আরো কত সামাজিক সাংস্কৃতিক আন্দোলন! কিছুতে নেই বাঙালি। পড়ে আছে কুয়োয়। অথচ সমুদ্র কাছেই, সমুদ্রে সাঁতরাবে না।

 

বাংলাদেশের কুয়ো থেকে বেরিয়ে ইউরোপ আমেরিকাতেও এরা নিজেদের জন্য কুয়ো বানিয়ে নেয়।

তসলিমা নাসরিন: লেখক (ফেইসবুক থেকে সংগৃহিত)


আরও পড়ুন: বসন্ত বাতাসে সই গো


নিউজ টোয়েন্টিফোর/নাজিম