মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ

মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ

মারুফা রহমান

মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। আর চাষের মাছে বাংলাদেশের অবস্থান পঞ্চম স্থানেই রয়েছে। জাতিসংঘের দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচারের প্রতিবেদন অনুযায়ী এই তথ্য এখন গর্বিত করছে বাংলাদেশকে। সরকারের মৎস বান্ধব নানা উদ্যোগে, গত তিন দশকে বাংলাদেশে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ২৫ গুণ।

যা মোট জনসংখ্যার চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকছে।  

news24bd.tv

বাংলাদেশ মৎস্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেছে। বিশ্বের যেসব দেশে মৎস্য উৎপাদনের হার বাড়ছে, সেগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় থেকে এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বৈশ্বিক প্রতিবেদন ‘দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার–২০২০ অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বে প্রায় ১৮ কোটি টন মাছ উৎপাদন হয়।

যেখানে চীনের পরেই আসে বাংলাদেশের নাম। প্রতিবেদন বলছে, বিশ্বে মাছ চাষের হার বেড়েছে ৫২৭ শতাংশ। পাশাপাশি মাছ খাওয়ার হার বেড়েছে শতভাগেরও বেশি। ১২২ শতাংশ।  

এই সাফল্যের পেছনে রয়েছে মূলত ইলিশের উৎপাদন বৃদ্ধি। দেশের অভ্যন্তরীণ জলাশয়গুলোতে গত এক যুগে ইলিশের উৎপাদন বেড়েছে দ্বিগুণের বেশি। এর কারণ প্রজনন ঋতুতে ইলিশ ধরার নিষেধাজ্ঞা আগের তুলনায় বেশি কার্যকর হচ্ছে।

শুধু ইলিশেই নয় সাফল্য এসেছে পুকুর ও ছোট জলাশয়ে মাছ চাষের হাত ধরেই।  

news24bd.tv

বর্তমানে দেশে মোট কৃষিজ আয়ের শতকরা ২৪ ভাগের বেশি আসে, মৎস্য খাত থেকে। মাছ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এতে করে সেদিন বেশি দূরে নয়, যেদিন চীনকে পেছনে ফেলে শীর্ষস্থানে পৌঁছে যাবে বাংলাদেশ।


আরও পড়ুন: রোববার থেকে ৩০ টাকা দরে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু


নিউজ টোয়েন্টিফোর/নাজিম