জৌলস হারিয়েছে বাংলা সিনেমা

জৌলস হারিয়েছে বাংলা সিনেমা

ফাতেমা কাউসার

গত কয়েক বছরে জৌলস হারিয়েছে বাংলা সিনেমা। মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে করোনা ভাইরাস। একের পর এক বন্ধ হচ্ছে সিনেমা হল। সচল হলগুলোতেও তালা ঝুলছে পাঁচ মাসেরও বেশি সময় ধরে।

কবে এসব হল স্বরুপে ফিরবে তারও নেই ঠিক। সবার এখন একটাই প্রশ্ন-নানামুখী সমস্যার সমাধান করে পারবেতো ঢালিউড ইন্ড্রাস্ট্রি ঘুরে দাঁড়াতে? 

৯০দশকের পর থেকে বাংলা সিনেমার রুগ্ন অবস্থা। একের পর এক বন্ধ হচ্ছে সিনেমাহল। সিনেমা হলের বর্তমান সংখ্যাটা এক অঙ্কের ঘরে হলেও এক যুগ আগেও যা ছিলো ১৪০০।

news24bd.tv

টানা পাঁচ মাসেরও বেশি সময় ধরে হল বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন হল কর্মচারীরা।   লোকসান গুণে বন্ধের পথে অনেক হল।

তাই বর্তমান সংকট উত্তরণে ওটিটির কথা মাথায় রেখেই গল্প নির্বাচন করতে হবে বলে মত অনেকের।

করোনাকালীন হল বন্ধের পাশাপাশি বন্ধ ছিলো সিনেমা নির্মাণ কিংবা মুক্তি। এমন বাস্তবতায় সংশ্লিষ্টরা বলছেন করোনাকালীন এ শিল্পের ক্ষতি ছাড়িয়েছে প্রায় হাজার কোটি টাকা।

news24bd.tv

আর তাই সুসময়ের স্বপ্ন দেখা মানুষগুলো বলছেন বাংলা সিনেমার রুগ্ন দশা কাটাতে হল সংস্কারের পাশাপাশি নজর দিতে হবে মানসম্মত সিনেমা নির্মাণ,প্রযোজক সংখ্যা বাড়ানো এবং অভিনয়শিল্পী সংকট দূর করার দিকে।


আরও পড়ুন: সরকার ঘোষিত প্রণোদনা বাস্তবায়নে ধীর গতি


নিউজ টোয়েন্টিফোর/নাজিম