ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় সদর উপজেলার নারগুন ডাঙ্গীপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

স্বজনরা জানান, নারগুন ইউনিয়নের সিসমত দৌলতপুর গ্রামের আজিবউদ্দিনের বাবা জাল দিয়ে মাছ ধরতে বাড়ির পাশেই ডাঙ্গীপুকুরে যায়। এসময় আজিবউদ্দিনের দুই ছেলে নাহিদ হোসেন (৮) ও আব্দুল (৫) দাদার পিছনে পিছনে যায়।

 

এসময় দাদার অজান্তে একটি খালে বৃষ্টির জমে থাকা পানিতে পরে যায় নাহিদ ও আব্দুল। পরে তাদের খোঁজাখুঁজির পর দুজনের লাশ দেখতে পায় স্বজন ও এলাকাবাসি। সেখান থেকে দুজনকেই উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এক সাথে দুই সন্তানকে হারিয়ে পরিবারের শোকে পুরো গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।


আরও পড়ুন: বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজে ধীরগতি; দুর্ভোগ-বিড়ম্বনায় মানুষ


এ বিষয়ে নারগুন ইউনিয়নের চেয়ারম্যান পয়গাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। শিশু দুইটির মরদেহ রাতেই স্থানীয় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম