ইউএস ওপেনে নতুন চ্যাম্পিয়ন ডোমিনিক থিম

ইউএস ওপেনে নতুন চ্যাম্পিয়ন ডোমিনিক থিম

নিজস্ব প্রতিবেদক

ইউএস ওপেনে নতুন চ্যাম্পিয়ন অস্ট্রিয়ার ডোমিনিক থিম। পুরুষ এককের ফাইনালে পঞ্চম বাছাই জার্মানির অ্যালেক্সান্ডার জেভরেভকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা নিজের করে নিলেন দ্বিতীয় বাছাই থিম। ফাইনালে জেভরেভের বিপক্ষে থিমের জয় ২-৬, ৪-৬, ৬-৪ , ৬-৩ ও ৬-৭ সেটে।

আসর শুরুর আগেই পুরুষ এককে রং হারিয়েছিল ইউএস ওপেন।

করোনার কারণে নামিদামি খেলোয়াড়দের নাম প্রত্যাহারে ফিকে হতে বসা টুর্ণামেন্টের ফাইনালটা অবশ্য জমজমাট। জার্মানির অ্যালেক্সান্ডার জেভরেভকে ৫সেটে টাইব্রেকারে হারিয়ে ক্যারিয়ারের প্রথম ইউএস ওপেনের শিরোপা নিজের করে নিলেন অস্ট্রিয়ার ডোমিনিক থিম।

news24bd.tv

অবশ্য শুরুটা কিন্তু দুর্দান্ত করেছিলেন জেভরেভ। প্রথম সেট ২-৬ গেমে অনায়েশেই জিতে নেন এই জার্মান।

এমনকি দ্বিতীয় সেটেও থিম কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ৪-৬ গেমে এই সেটটিও জিতে নেনে জেভরেভ।


আরও পড়ুন: শ্রীলংকা পৌঁছে বাংলাদেশ দলকে কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে?


এরপরই শরু হয় থিমের ভেলকি। পর পর দুই সেট যথাক্রমে ৬-৪ ও ৬-৩ গেমে জিতে জমিয়ে তুলেন ফাইনাল। তবুও যেন দর্শক শুন্য স্টেডিয়ামে খেলাটা পেয়ে বসেছিল দুই ফাইনালিস্টকে। গেম নির্ধারনী ৫ম সেটটি দুজনে মিলে নিয়ে যান টাইব্রেকারে। সেখানেই বাজিমাত করেন ডোমেনিক থিম। জেভরেভকে হারিয়ে আসরের প্রথম শিরোপা তুলে ধরেন থিম।

১৯৪৯ সালের পর আবারো কোন অস্ট্রিয়ানের ঘরে গেল ইউএস ওপেনের শিরোপা।  

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ