হৃদরোগ হাসপাতালের সিসিইউতে ভর্তি সম্রাট

হৃদরোগ হাসপাতালের সিসিইউতে ভর্তি সম্রাট

নিজস্ব প্রতিবেদক

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীর জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হৃদরোগজনিত সমস্যার কারণে সম্রাটকে রোববার রাতে হৃদরোগ হাসপাতালের সিসিইউ-১ এ ভর্তি করা হয়েছে।

ডা. মীর জামাল বলেন, তিনি (সম্রাট) মোটামুটি আছেন, তবে তার মাল্টিপল সমস্যা রয়েছে।

তার হৃদপিণ্ডে ভাল্ব লাগানো হয়েছে, রয়েছে ‘রিদম ডিস্টার্বনেস’। তার চিকিৎসায় ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।


আরও পড়ুন: জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু আর নেই


এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম জানান, সম্রাটের অবস্থার অবনতি হলে বিএসএমএমইউ কর্তৃপক্ষ রবিবার তাকে হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করেছে। তিনি এখন ওখানেই চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সাবেক সভাপতি সম্রাট ক্যাসিনো মামলায় ২০১৯ সালের ৬ অক্টোবর গ্রেফতার হয়। এরপর তাকে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম