বরিস জনসনের ব্রেক্সিট চুক্তি প্রত্যাখানের আহ্বান সাবেক দুই ব্রিটিশ প্রধানমন্ত্রীর

বরিস জনসনের ব্রেক্সিট চুক্তি প্রত্যাখানের আহ্বান সাবেক দুই ব্রিটিশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন যুক্তরাজ্যের সাবেক দুই প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও জন মেজর। চুক্তিটিকে প্রত্যাখানের জন্য এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

সাবেক দুই প্রধানমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা ব্রেক্সিট চুক্তি লঙ্ঘন করে আয়ারল্যান্ডের শান্তিপ্রক্রিয়া নষ্ট করছেন বরিস। বাণিজ্য সমঝোতা এবং যুক্তরাজ্যের সততাকেও বর্তমান প্রধানমন্ত্রী নষ্ট করতে চাইছেন বলে মন্তব্য করেন তারা।

সঠিক সময়ে চূড়ান্ত ব্রেক্সিট চুক্তি না হলে আইনি ব্যাবস্থা নিতে পারে ইইউ।


আরও পড়ুন: বিক্ষোভের মুখে পূর্ব লিবিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ


অথবা হতে পারে চুক্তিহীন ব্রেক্সিট। আর সেক্ষেত্রে বরিস ইউটার্ন নিলে বাণিজ্য আলোচনায় ধস নামবে বলেই প্রধানমন্ত্রীর প্রস্তাবের সমর্থন না দিতে আহ্বান জানান টনি ও জন। এদিকে, ব্রেক্সিট বিল দিয়ে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের মর্যাদা ক্ষুণ্ন করছেন বলে মন্তব্য করেছেন সাবেক ব্রিটিশ অ্যাটর্নি জেনারেল জেফ্রি কক্স।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ