নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক যেন দুর্ভোগের অপর নাম

নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক যেন দুর্ভোগের অপর নাম

সোহান আহমেদ কাকন, নেত্রকোনা

নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন নেত্রকোনা-ময়মনসিংহ সড়কে চলাচলকারী লক্ষাধিক মানুষ। সড়কটির বিভিন্ন অংশে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। করোনার প্রভাব ও বর্ষা মৌসুম চলে আসায় সয়মতো কাজ শেষ হয়নি বলছেন সংশ্লিষ্টরা।

নেত্রকোনা, সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার লক্ষাধিক মানুষের ঢাকা ও ময়মনসিংহের সাথে যোগাযোগের একমাত্র সড়ক নেত্রকোনা থেকে শ্যামগঞ্জ পর্যন্ত ১৯ কিলোমিটার সড়ক।

যাত্রীর চাপ মাথায় রেখে ২০১৯-২০ অর্থবছর ১০৮ কোটি টাকা বরাদ্দে সড়ক প্রশস্ত করণের কাজ পায় তানভীর কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু করোনা আর বর্ষার অজুহাতে বন্ধ হয়ে যায় সড়ক সংস্কারের কাজ। ফলে কাদা আর জলে সৃষ্ট খানাখন্দ আর বড় বড় গর্তে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে সড়কটি।


আরও পড়ুন: শান্তিচুক্তি বাস্তবায়নের কারণে পার্বত্য এলাকা এগিয়ে যাচ্ছে: কাদের


করোনার প্রভাব আর এলসি পাথর সরবরাহ বন্ধ থাকায় সময়মতো কাজটি শেষ করা সম্ভব হয়নি জানিয়ে আগামী ডিসেম্বরের মধ্যেই সড়কটির কাজ সম্পন্ন হওয়ার কথা জানান তানভীর কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার শাহাদাত হোসেন ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম।

প্রথমদিকে দ্রুত কাজ শুরু করলেও পরবর্তীতে কাজে ধীরগতি ও নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ তুলেন স্থানীয়রা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ