জো বাইডেন বড় সন্ত্রাসী: ট্রাম্প

জো বাইডেন বড় সন্ত্রাসী: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

করোনা মহামারির মধ্যেই নেভাডা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার স্টেটটির হেন্ডারসনে একটির ইনডোর ভেন্যুতে জনাকীর্ণ সমাবেশে র‌্যালি করেন তিনি।  

সেখানে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের একজন বড় সন্ত্রাসী বলে আখ্যা দেন তিনি। এমনকি এই ডেমোক্রেট নেতা মাদক গ্রহণ করেন বলেও অভিযোগ করেন ট্রাম্প।

 

তিনি বলেন, জো বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের রাজত্ব শুরু হবে। সেইসঙ্গে চীনের আধিপত্য  বাড়বে যুক্তরাষ্ট্রে। এদিকে, মহামারির মধ্যে এমন জনাকীর্ন সমাবেশের জন্য রিপাবলিকান ট্রাম্পের সমালোচনা করেন জো বা্ইডেন।  

তিনি বলেন, প্রেসিডেন্টের খামখেয়ালির জন্যই যুক্তরাষ্ট্রের করোনায় মৃতের সংখ্যা প্রায় ২ লাখে পৌঁছেছে।

আর এখন প্রকাশ্যে জনসমাবেশ করে, করোনার প্রাদুর্ভাব আরো বাড়াচ্ছেন বলেও অভিযোগ করেন বাইডেন।  

এদিকে, ফ্লোরিডায় এক সমাবেশে জো বাইডেনকে নির্বাচনী খরচ হিসেবে ১০০শ মিলিয়ন ডলার দেয়ার অঙ্গীকার করেছেন দলটির আরেক নেতা ব্লুমবার্গ। অন্যদিকে, দাবানলের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে সোমবার ক্যালিফোর্নিয়া সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আরও পড়ুন:


বরিস জনসনের ব্রেক্সিট চুক্তি প্রত্যাখানের আহ্বান সাবেক দুই ব্রিটিশ প্রধানমন্ত্রীর


 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল