জাপানের নয়া প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইয়োশিহিদে সুগা

জাপানের নয়া প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইয়োশিহিদে সুগা

অনলাইন ডেস্ক

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির নেতৃত্ব জিতে জাপানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইয়োশিহিদে সুগা। সোমবার ক্ষমতাসীন দলটির নেতৃত্ব নির্বাচনের ভোটে নিরঙ্কুশ জয় পেয়েছেন জাপানের মন্ত্রিপরিষদের মূখ্যসচিব ৭১ বছর বয়সী সুগা।

এলডিপির প্রধান নির্বাচিত হওয়ার পর বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের রাজনৈতিক আদর্শই অনুসরণ করার অঙ্গীকার করেছেন তিনি। প্রকাশিত ফলাফলে মোট ৫৩৪টি ভোটের মধ্যে ইয়োশিহিদে সুগা পেয়েছেন ৩৭৭ ভোট।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা পেয়েছেন ৮৯ ভোট। আর আরেক প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা পেয়েছেন ৬৮ ভোট। নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন দলের নির্বাচিত সভাপতিই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

বুধবার পার্লামেন্টে আরেকটি ভোটে জাপানের প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে।

সংসদে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের নতুন নেতাই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। সেই হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের  পাশাপাশি সুগা এলডিপির নেতৃত্বও দিবেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর