'অনুভূতিহীন সম্পর্ক তৈরি আমার নীতিতে নেই'

মাকসুদা আক্তার প্রিয়তি।

'অনুভূতিহীন সম্পর্ক তৈরি আমার নীতিতে নেই'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মাকসুদা আক্তার প্রিয়তি। বিশ্ব জয় করা এক বাংলাদেশি নারী। একাধারে পাইলট, হয়েছেন মিস আয়ারল্যান্ড, মিস আর্থ ইন্টারন্যাশনাল। অভিনয় করেন, মডেলিং করেন, বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের আসনে বসেন।

প্রথম বাংলাদেশি নারী হিসেবে পোল ড্যান্সারের তকমাটাও নিজের দখলে নিয়েছেন। এতকিছুর পর মা হিসেবেও অনন্য। ভাবেন নিজের মতো করে। যেটা মনে আসে, অকপটে বলে ফেলেন।
বরাবরই ফেসবুকে সরব তিনি। কোন কিছু খারাপ লাগলে তা ফেসবুকে অন্যদের সঙ্গে শেয়ার করেন। ভদ্রতার সঙ্গে প্রতিবাদ করেন। আয়ারল্যান্ডে বসবাস করা প্রিয়তি মাস দুই আগে অনেকটা সময় হাতে নিয়ে বাংলাদেশে আসেন। এখানকার প্রতিদিনকার খুটি-নাটি তিনি ফেসবুকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। সেই সঙ্গে কিছু তিক্ত অভিজ্ঞতাও তুলে ধরেছেন মাঝেমধ্যে। জানিয়েছেন ওইসব ব্যাপারে তিনি নিজে কী ভাবেন। আজও তেমনই একটি ঘটনা সংক্ষিপ্ত কয়েকটি বাক্যে তুলে ধরেছেন ফেসবুকে, যা হয়ত প্রচলিত সম্পর্কের ধারণাগুলোকে বদলে দিতে পারে। কেউ কেউ বিষয়টা মানতে না পারলেও প্রিয়তির ওই স্ট্যাটাসের নিচে মন্তব্যের ঘরে অনেকেই তার চিন্তাকে সমর্থন যুগিয়েছেন। সেই ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

'''জনৈক : আপনি সবাইকে নাম ধরে ডাকেন কেন? ভাই বলতে পারেন না?
প্রিয়তি : কেননা, উনারা আমাকে বোন এর দৃষ্টিতে দেখেন না।
জনৈক : কিন্তু তাই বলে নাম ধরে ডাকা তো আমাদের কালচার এ নাই।
প্রিয়তি : বিনা কারণ, অসম্মানজনক ও অনুভূতিহীন সম্পর্ক তৈরি করা আমার নীতিতে নেই । ''

প্রিয়তির পোস্টের নিচে মন্তব্যের ঘরে শাওন শান্তনুর শান্ত লিখেছেন, ''America got talent এর একটি প্রোগ্রাম দেখছিলাম সেদিন। ছোট্ট এক প্রতিযোগী বিচারককে বলল থ্যাংক্যু স্যার। বিচারক বললেন স্যার কেন বলছো,নাম বলবে। প্রতিযোগী বলল স্যরি মি........
কতটা ক্লিন মানসিকতা, আর আমাদের মানসিকতা এমন যে অফিসের পিয়নকেও স্যার না বললে অফিসারের রুম খুজে পাওয়া যায় না। ''

(প্রিয়তির ফেসবুক থেকে সংগৃহীত)

সম্পর্কিত খবর