শুরুটা ভালোই হল চেলসির

শুরুটা ভালোই হল চেলসির

নিজস্ব প্রতিবেদক

২০২০-২১ মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে চেলসি। আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্রাইটন ও হোভ অ্যালবিওনকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।  

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে চেলসি। ম্যাচের ২২ মিনিটে নিজেদের ডি-বক্সে গোল রক্ষকের ভুলে প্যানাল্টি হজম করে ব্রাইটন।

ফলে, নিখুঁত স্পট কিকে দা ব্লুজদের এগিয়ে নেন জর্জিনিয়ো। বিরতির পর আক্রমনের ধার আরও বাড়ায় ল্যাম্পার্ডের শিষ্যরা।


আরও পড়ুন: বাফুফে নির্বাচনে লড়বেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান


তবে, পাল্টা আক্রমনে দ্বিতীয়ার্ধের নবম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ত্রোসার। অবশ্য, দুই মিনিট পরই জেমসের দারুণ নৈপুণ্যে ফের এগিয়ে যায় চেলসি।

আর ৬৬ মিনিটে কর্নারে ফরাসি ডিফেন্ডার জুমার নিচু শট ঠেকাতে গিয়ে আত্মঘাতি গোল করে বসেন ব্রাইটনের সেন্টার-ব্যাক অ্যাডাম ওয়েবস্টার। ফলে, ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ