যত প্রভাবশালী হোক অবৈধ বিলবোর্ড উচ্ছেদ হবেই: মেয়র আতিক

যত প্রভাবশালী হোক অবৈধ বিলবোর্ড উচ্ছেদ হবেই: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, প্রজেক্ট সাইন, শপ সাইন এগুলো উচ্ছেদ হবেই এখন সে যত প্রভাবশালীই হোক।  

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গুলশান নগরভবনের সামনে থেকে অভিযান শুরু হয়। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এতে অংশ নেন।

এসময় ডিএনসিসি মেয়র বলেন, এই সিটিকে নিয়মের মধ্যে চলতে হবে।

আমি সবাইকে অনুরোধ করেছি আগেই। আমাদের আজ অভিযান চলবে, যেখানে যেখানে অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।


আরও পড়ুন: জঙ্গি ছিনিয়ে নেয়ার হুমকি, কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার


তিনি বলেন, যে যত প্রভাবশালী হোক, সেটা আমাদের দেখার বিষয় নয়।

ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে এসেছি। এই শহরে অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড আর থাকবে না। সে কারণে আমি নিজে দাঁড়িয়েছি। সাইনবোর্ড, বিলবোর্ড ব্যবহারে অনুমতি নিতে হবে, ট্যাক্স দিতে হবে এবং নিয়মের মধ্যে এসব ব্যবহার করতে হবে।

এর আগে ‘অবৈধ সাইনবোর্ড, প্রজেক্ট সাইন, শপ সাইন ইত্যাদির অনুমোদন নেওয়ার জন্য ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিলো।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম