চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টেরি ব্রানস্টাড পদত্যাগ করছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও সোমবার এই ঘোষণা দেন।

এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা পদত্যাগ সংক্রান্ত কোন নোটিশ এখনও পায়নি। যদিও পম্পেও টুইট করে পদত্যাগের ঘোষণা দিয়ে চীন মার্কিন সম্পর্কে সমতা বজায় রাখতে ভূমিকা রাখায় ব্রানস্টাডকে ধন্যবাদ জানান।

ব্রানস্টাড  দু'দফা আইওয়ার গভর্নর ছিলেন। তিনি ২০১৭ সালের মে মাস থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন। চীনের সাথে বাণিজ্য, করোনা মহামারি, হংকংসহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের টানাপড়েনের প্রেক্ষাপটে তিনি ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করে আসছিলেন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ