অস্থির দেশের পেঁয়াজের বাজার

অস্থির দেশের পেঁয়াজের বাজার

নিজস্ব প্রতিবেদক

ভারত আন্তর্জাতিক পর্যায়ে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকেই অস্থির হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার। ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে দাম। কয়েক ঘন্টার ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত।

এক্ষেত্রে আমদানি বন্ধ হয়ে যাওয়াকেই অজুহাত হিসেবে দেখাচ্ছেন ব্যবসায়ীরা।

তবে সাধারণ ক্রেতারা বলছেন, বাজরে পেঁয়াজের কোনো সংকট না থাকলেও কথায় কথায় দাম বাড়াচ্ছে বিক্রেতারা।  


আরও পড়ুন: বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় ২৫ আসামির বিচার শুরু


রাজধানীর বাজারগুলোতে সোমবার রাতে যেখানে পেঁয়াজের দাম ছিলো ৫০ থেকে ৬০ টাকা সেখানে মঙ্গলবার দুপুরে তা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে। বাজারে সরকারের কোনো মনিটরিং না থাককেই দূষছেন সাধারণ মানুষ। এদিকে ব্যবসায়ীদের কারসাজি বন্ধে বাজারে বাজারে অভিযান শুরু করেছে ভোক্তা অধিদপ্তর।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম