ময়মনসিংহের পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালত

ময়মনসিংহের পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ময়মনসিংহের কয়েকটি বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরীর মেছুয়া বাজারে অভিযানে আসলে পেঁয়াজ অন্যত্র সরিয়ে ফেলেন আড়তদাররা। খুচরা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা পেঁয়াজ কিনতে না পেরে ফিরে যায়। তবে ক্রয় রশিদ দেখাতে না পারা এবং বেশী দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে এক আড়তদারকে ৪০হাজার টাকা ও একটি খুচরা দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

 


আরও পড়ুন: অস্থির দেশের পেঁয়াজের বাজার


এদিকে, দফায় দফায় সিন্ডিকেট করে আড়তদার ও পাইকারী ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম