শিবচরের ৪ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

শিবচরের ৪ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বেলাল রিজভী, মাদারীপুর

লাইসেন্স ও সেবার মূল্য তালিকা সঠিক না থাকায় শিবচরের ৪ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, মাদারীপুরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ও সেবার মূল্য তালিকা সঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, নিউ মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, শিবচর স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা ও খান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

news24bd.tv

এসময় শিবচর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফজলুল হকসহ র‌্যাব -৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ধর্ষণের অপরাধ স্বীকার করে পুলিশ সদস্যের জবানবন্দি

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর