খুলনায় করোনা রোগীর শরীরে কমে যাচ্ছে অক্সিজেন সরবরাহ

খুলনায় করোনা রোগীর শরীরে কমে যাচ্ছে অক্সিজেন সরবরাহ

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় করোনা নমুনা পরীক্ষা ও শনাক্তের হার কমলেও বর্তমানে আক্রান্তদের ক্ষেত্রে বড় ধরনের শারীরিক জটিলতা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, আক্রান্ত বেশিরভাগ রোগীর শরীরে দ্রুত অক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে। সুস্থতার জন্য প্রয়োজন হচ্ছে হাই ফ্লো অক্সিজেন সাপোর্ট। পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

কিছুদিন আগেও খুলনার কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে যেখানে প্রতিদিন গড়ে ৯৫ থেকে ১শ রোগী ভর্তি থাকতো। সেখানে এখন ভর্তি থাকা রোগীর সংখ্যা মাত্র ২৫ থেকে ৩০ জন। পাশাপাশি কমেছে রোগী শনাক্তের সংখ্যাও। আগে ২৮২টি নমুনা পরীক্ষায় ১৫০ থেকে ১৬০ জন করোনা শনাক্ত হলেও বর্তমানে তা’ কমে দাঁড়িয়েছে ২৫ থেকে ৩০ জনে।

news24bd.tv

চিকিৎসকরা বলছেন, শনাক্তের হার কমলেও করোনা আক্রান্তদের শারীরিক জটিলতার ঝুঁকি বাড়ছে। আগে চিকিৎসা নেওয়া রোগীর মধ্যে মাত্র ৮ থেকে ১০ শতাংশকে হাই ফ্লো অক্সিজেন দেওয়া লাগতো। তবে এখন ভর্তি থাকা ২৫-৩০ জন রোগীর মধ্যে গড়ে ১০ জনেরই লাগছে অক্সিজেন সাপোর্ট।

তবে, করোনা আক্রান্ত রোগীদের কমেছে হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা। বর্তমানে যারা মুমূর্ষু রোগী তারাই শুধু হাসপাতালে ভর্তি হচ্ছেন।

করোনায় ঝুঁকি কমাতে সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
করেনায় খুলনায় এ পর্যন্ত ৯৩ জনের মৃত্যু হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর