অর্থনীতি রক্ষায় ৬৮০ কোটি ইউরো ব্যয় করবে গ্রিস

অর্থনীতি রক্ষায় ৬৮০ কোটি ইউরো ব্যয় করবে গ্রিস

অনলাইন ডেস্ক

করোনা মহামারীর প্রভাবে ক্ষতিগ্রস্থ অর্থনীতি রক্ষায় অতিরিক্ত ৬৮০ কোটি ইউরো ব্যয় করতে যাচ্ছে গ্রিস। দেশটির প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোতাকিস এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এএফপি।

গণমাধ্যমটি জানায়, চলতি বছরে দেশটির উৎপাদনে ১৫ দশমিক ২ শতাংশ পতন হয়। এমন অবস্থায় আগামী বছরে ঘুরে দাঁড়ানোর আগে দেশটির মোট জিডিপি ২০২০ সালে ৮ থেকে ৯ শতাংশ সঙ্কুচিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে এতে ৫ দশমিক ৮ শতাংশ সংকোচনের পূর্বাভাস দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্ক। আর ১০ শতাংশ জিডিপি সংকোচনের কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে জলবায়ু পরিবর্তনের জন্য দাবানলের সৃষ্টি হয়নি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ক্যালিফোর্নিয়া দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণে এমনটি মন্তব্য করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জানান, অবিলম্বেই দাবানল ঠান্ডা হতে শুরু করবে।

আর তিনি মনে করেন, এ প্রসঙ্গে প্রকৃত বিষয়টি জানে না বিজ্ঞান। দাবানলের জন্য স্থানীয় বন বাবস্থাপনাকেই দায়ী করেছেন তিনি।

তবে সোমবার ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এলে আরও অনেক দাবানলের ঘটনা ঘটবে যুক্তরাষ্ট্রে। জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্পের উদাসীনতার সমালোচনাও করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ও ওরেগনের বিভিন্ন শহরে দাবানল ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। এই দাবানলের কারণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৫ জন। প্রায় ২০ লাখ হেক্টর জমি পুড়ে যাবার পাশাপাশি হাজারো বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর