ড্রাগন ফলের বাগান করে শরিফুলের দৃষ্টান্ত

ড্রাগন ফলের বাগান করে শরিফুলের দৃষ্টান্ত

রিপন হোসেন, যশোর

যশোরের শার্শায় ড্রাগন ফলের বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন শরিফুল ইসলাম কাজল নামে এক কৃষক । বাজারে বিদেশি এ ফলের দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন তিনি। তার সফলতা দেখে ড্রাগন ফল উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। এ অঞ্চলে বাণিজ্যিকভাবে এ ফল চাষ প্রসারের লক্ষ্যে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ২ বিঘা জমিতে ড্রাগন ফলের গাছ লাগান যশোরের শার্শার বসতপুর গ্রামের শরিফুল ইসলাম কাজল। বছর ঘুরতেই তার বাগানে ড্রাগন ফল আসতে শুরু করে। বর্তমান ১২ বিঘা জমিতে তার ড্রাগনের বাগান রয়েছে।

শরিফুল ইসলাম কাজল জানান, তার বাগানের উৎপাদিত ড্রাগন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

মৌসুমের সময় ৫ থেকে ৬ লাখ টাকার  ফল বিক্রি  হয় তার। ড্রাগনের চারা বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।

ক্রেতারা জানান, এখানকার ড্রাগন ফল ও চারা মানসম্মত হওয়ায় কিনে নিয়ে যাচ্ছেন তারা ।

বিদেশি এই ফলের বাগান করে তিনি শুধু নিজে স্বাবলম্বী হননি কর্মসংস্থানও হয়েছে অনেকের।

ড্রাগন ফলের চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ।

মধ্য আমেরিকায় এই ফল বেশি উৎপাদন হয়। তবে এশিয়ার অনেক দেশে এখন বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ শুরু করেছে অনেকে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর