ক্রিকেটাররা মরিয়া মাঠের লড়াইয়ে ফিরতে

নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও থেমে নেই টাইগারদের অনুশীলন। লঙ্কান বোর্ডের দেওয়া পরিকল্পনা অনুযায়ী দ্বীপরাষ্ট্রিতে বাংলাদেশ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা অসম্ভব। স্বাগতিকদের নিজেদের অবস্থান জানিয়ে এখন উত্তরের অপেক্ষায় বিসিবি। এদিকে ক্রিকেটাররা মরিয়া মাঠের লড়াইয়ে ফিরতে।

করোনাকালে টাইগাররা অধীর অপেক্ষায় লঙ্কা সফরের। ওদের সে স্বপ্ন অনেকটাই ফিকে; কেননা লঙ্কান বোর্ডের দেয়া স্বাস্থ্য নির্দেশিকা মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না বলে সাফ জানিয়েছে বিসিবি।  
দেশটিতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হলে প্রস্তুতির পর্যাপ্ত সময় পাবে না বাংলাদেশ দল। স্বাগতিকদের নিজেদের অবস্থান জানিয়ে এখন উত্তরের অপেক্ষায় বিসিবি।

এতো কিছুর মাঝেও থেমে নেই টাইগারদের ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন। বিদেশি কোচদের অধীনে দ্বিতীয় দিনের মতো ঝালিয়ে নিয়েছেন তামিম-মুশফিকরা। কঠিন বাস্তবতার মাঝেও মাঠের লড়াইয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ দল। এদিকে বোলিং বৈচিত্র্য আনতে অ্যাকশনের পরিবর্তন করছেন তাইজুল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর