বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু প্রায় ৬ হাজার

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু প্রায় ৬ হাজার

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে বিশ্বজুড়ে গেল ২৪ ঘন্টায় ২ লাখ ৭৭ হাজার ৮ শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। একইসময়ে প্রাণ হারিয়েছে ৫ হাজার ৯৯২ জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৯৭ লাখ ১৭ হাজারে। আর মোট প্রাণহানি ছাড়িয়ে গেলো ৯ লাখ ৩৮ হাজার।

একদিনে আবারও সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় শীর্ষে ভারত। ২৪ ঘন্টায় দেশটিতে নতুন সংক্রমিত হয়েছে ৯১ হাজার ১২০ জন। প্রাণ গেছে এক হাজার ২৮৩ জনের। যুক্তরাষ্ট্র ও ব্রাজিল দুই দেশেই আবারও হাজারের বেশি প্রাণহানি ঘটেছে।

আক্রান্ত হয়েছে ৩৬ হাজারের বেশি।  

এদিকে আগামী বছরের শুরুর দিকেই বাজারে চলে আসবে করোনার ভ্যাকসিন, এমনটাই জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। চলমান মহামারীর নজিরবিহীন তান্ডবের ফলে বিশ্বের স্বাস্থ থেকে অর্থনীতি প্রতিটি ক্ষেত্রেই অগ্রগতি ২০ বছর পিছিয়ে গেছে বলে জানিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ