বাফুফে নির্বাচনে সরগরম দেশের ফুটবল, মাঠে ফেরা নিয়ে অনিশ্চিয়তা

বাফুফে নির্বাচনে সরগরম দেশের ফুটবল, মাঠে ফেরা নিয়ে অনিশ্চিয়তা

মাহফুজুল ইসলাম

নির্বাচনী আমেজে সরগরম দেশের ফুটবল। করোনায় বন্ধ হওয়া নির্বাচন আবারো আলোর মুখ দেখলেও ফুটবলের মাঠে ফেরার দিনক্ষণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। নির্বাচনী আমেজ পুরোপুরি শুরু হওয়ার আগে দুই দফায় খেলোয়াড় ও ক্লাবগুলোর সাথে বৈঠকের পরও মাঠের খেলা ফেরাতে কোনো সমাধানে আসতে পারেননি কর্তারা। ফুটবলারদের চাওয়া এবছরই যাতে মাঠে গড়ায় নতুন মৌসুমের খেলা।

 

৩ অক্টোবরের বহু প্রতিক্ষীত নির্বাচনকে ঘিরে সরগরম বাফুফে। এই নির্বাচনী মাঠ চাঙ্গা হবার আগে মাঠের ফুটবল মাঠে ফেরাতে দুই দফায় ফুটবলার ও ক্লাবগুলোর সাথে বসেছিলো লিগ কমিটি।


আরও পড়ুন: সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার মেসি


সেসব বৈঠকে ফুটবলারদের কাছ থেকে এসেছিলো সুনির্দিষ্ট প্রস্তাবনা। তার বিপরীতে ক্লাবগুলোও দিয়েছিলো বেশ কিছু প্রস্তাব।

সবকিছু বিবেচনায় উভয় পক্ষের লাভের কথা ভেবে একটি সিদ্ধান্ত দেয়ার কথা ছিলো বাফুফের। কিন্তু নির্বাচনী মাঠের উত্তাপে শেষ পর্যন্ত ঢাকা পড়ে যায় মাঠের ফুটবল নিয়ে আলোচনা।

এদিকে, ফুটবলারদের চাওয়া দ্রুতই মাঠে ফিরুক মাঠের ফুটবল। ফুটবলারদের কথা বিবেচনা করে দ্রুতই দেয়া হোক দলবদলের দিনক্ষণ।

করোনার কারণে ৬ রাউন্ড খেলা শেষেই বাতিল ঘোষণা করা হয় সর্বশেষ মৌসুম।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ