ভোমরা বন্দরে ১৬৫ ট্রাক পেঁয়াজ শর্ত সাপেক্ষে প্রবেশের অপেক্ষায়

ভোমরা বন্দরে ১৬৫ ট্রাক পেঁয়াজ শর্ত সাপেক্ষে প্রবেশের অপেক্ষায়

শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা :

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ১৬৫ ট্রাক পেঁয়াজ আটকা পড়ে আছে। পূর্বের শর্ত অনুসারে এলসির মাধ্যমে সীমান্তের ওপারে আটকে পড়া পেঁয়াজগুলো বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত।  

আরও পড়ুন:


এবার সমুদ্রপথে পেঁয়াজ আসছে


আজ থেকে শর্তসাপেক্ষে এসব পেঁয়াজ বোঝাই  ট্রাক গুলো যে কোন সময় বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে  জানিয়েছেন ভোমরা সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম।  

news24bd.tv

আরও পড়ুন:


কারসাজি বন্ধে পেঁয়াজের বাজারে অভিযান


তিনি আরও জানান, হঠাৎ গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বিপাকে পড়ে বাংলাদেশের পেঁয়াজ আমদানিকারকরা।

ফলে ভোমরা বন্দরের বিপরীতে ১৬৫ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে।  

আরও পড়ুন:


পেঁয়াজের দাম বাড়ছে ঘণ্টায় ঘণ্টায়


এরিমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার আটকে পড়া পেঁয়াজের ট্রাক সম্পর্কে খোঁজ খবর নিয়েছে। দিল্লিতে ব্যবসায়িদের সঙ্গে সরকারি পর্যায়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতীয় পেঁয়াজ ব্যবসায়িরা জানিয়েছেন।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল