যশোরে উদ্বোধনের অপেক্ষায় মাছের পোনা বিক্রির আধুনিক কেন্দ্র

যশোরে উদ্বোধনের অপেক্ষায় মাছের পোনা বিক্রির আধুনিক কেন্দ্র

রিপন হোসেন, যশোর

উদ্বোধনের অপেক্ষায় যশোরে সরকারি ব্যবস্থাপনায় মাছের পোনা বিক্রির আধুনিক বিক্রয় কেন্দ্র। বিশেষায়িত এ বিক্রয় কেন্দ্রে  মাছের রেনু ও পোনা সংরক্ষণ, পানির রিসাইক্লিন এবং রোগ শনাক্তকরণসহ নানা সুবিধা থাকবে।

দেশের অন্যতম বৃহত্তম পোনা বিক্রির মোকাম চাঁচড়ায় এটি স্থাপিত হওয়ায় এ অঞ্চলের মাছ চাষি ও ব্যবসায়িদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

news24bd.tv

বর্তমানে যশোর জেলার ৪০ টি হ্যাচারিতে বছরে ৫৪ হাজার কেজি রেণু উৎপাদিত হয়।

দেশের মোট চাহিদার ৬০ শতাংশ মাছের পোনাই এ জেলা থেকে সরবরাহ করা হয়।

কিন্তু, কোন নির্ধারিত বাজার না থাকায় মহাসড়কের পাশে খোলা স্থানে বসেই মাছ চাষিদের পোনা বিক্রি করতে হয়। এ পরিস্থিতিতে এ অঞ্চলের মাছ চাষি ও ব্যবসায়ীদের দীর্ঘ দিনের দাবি ছিলো পোনা বিক্রয় কেন্দ্রের।

news24bd.tv

অবশেষে সেই স্বপ্ন পূরণ হওয়ায় অপেক্ষায়।

জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় শহরের চাঁচড়া মোড়ে ৮০ শতাংশ জমির উপর গড়ে তোলা হচ্ছে বিষেশায়িত পোনা বিক্রয় কেন্দ্র। প্রথম পর্যায়ে তিনতলা ভবনে বিশেষায়িত এ বিক্রয় কেন্দ্রে আধুনিক পদ্ধতিতে মাছের রেনু ও পোনা সংরক্ষণ, পানির রিসাইক্লিন এবং রোগ শনাক্তকরণসহ নানা সুবিধা রয়েছে।


আরও পড়ুন: খুব শিগগিরই চট্টগ্রামে মিলবে বিকল্প পেঁয়াজের বাজার


যশোরসহ দেশের দক্ষিণাঞ্চলে মাছ চাষে নতুন দিগন্ত উন্মোচন করবে বিশেষায়িত এই বিক্রয় কেন্দ্র প্রত্যাশা জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমানের।

প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে বৃহত্তর যশোর জেলা মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে। এটি এখন উদ্বোধনের অপেক্ষায়।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ