চেক ডিজঅনার হলেই সাজা হবে নয়

চেক ডিজঅনার হলেই সাজা হবে নয়

নিজস্ব প্রতিবেদক

এখন থেকে চেক ডিজঅনার হলেই সাজা হবে না, থাকতে হবে বৈধ চুক্তিপত্র। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এমন রায় দিয়েছেন। যা প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে।

রায়ে বলা হয়েছে এন আই অ্যাক্টের ৪৩ ধারা অনুযায়ী যে কনসিডারেশনে চেক দেয়া হয়েছিলো তা পুরণ না হলে চেক দাতার কোন দায়বদ্ধতা নেই।

আগে চেক ডিজঅনার হলেই চেক দাতার সাজা হতো। চেক গ্রহীতার টাকা পাওয়ার অধিকার দেখা হতো না।  

আরও পড়ুন:


বিএনপির নেতা দুলু'র টাকা জব্দের আদেশ কেন অবৈধ না হাইকোর্টের রুল


কিন্তু এখন থেকে চেকগ্রহীতাকেই প্রমাণ করতে হবে দুজনের মধ্যে চুক্তি পত্র ছিলো। ১৯৭৯ সালে আমেরিকান দূতাবাসের গুলশানে জমি ইজারা সংক্রান্ত মামলায় এ রায় দিলেন দেশের সর্বোচ্চ আদালত।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল