প্রয়োজনের বেশি পেঁয়াজ কিনবেন না: বাণিজ্যমন্ত্রী

প্রয়োজনের বেশি পেঁয়াজ কিনবেন না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মানুষকে প্রয়োজনের তুলনায় বেশি পেঁয়াজ না কিনতে আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেছেন, একমাসের মধ্যেই বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে। এখন পেঁয়াজের যা মজুত আছে তাতে আগামী কয়েকমাসে কোনো প্রকার ঘাটতি হওয়ার কথা নয় বলেও মনে করেন তিনি।  রপ্তানি বন্ধ হওয়ার সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ভারতে দাম বেড়ে গেছে, সেটা তিনি দেখেছেন। কিন্ত এর পেছনে কোনো গভীর রাজনীতি আছে কি না, সেটার জাবাব তিনি দিতে পারবেন না বলে জানান।  পেঁয়াজ ব্যবহারে একটু সাশ্রয়ী হলে এবং অসাধু ব্যবসায়ীদের চাপে রাখতে পারলে এক মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী ।

  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল