ট্রাম্পের বক্তব্য নির্বোধের প্রলাপ : বাইডেন

ট্রাম্পের বক্তব্য নির্বোধের প্রলাপ : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন নির্বাচনের তর্কাতর্কির লড়াইয়ে ভালো করার আশায় কর্মক্ষমতা-বর্ধক ড্রাগ সেবন করছেন বাইডেন, মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ট্রাম্পের প্রত্যেকটা মন্তব্য নির্বোধের প্রলাপ ছিল বলেই মন্তব্য করেছেন তিনি।

আসন্ন নির্বাচনের আগে জরিপে বেশ এগিয়ে রয়েছেন বাইডেন। ৩ নভেম্বর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন তিনি।

কথা দিয়ে অভিভূত করছেন সবাইকে।

আরও পড়ুন:


মার্কিন নির্বাচনে কেন এক একটি অঙ্গরাজ্য 'ব্যাটলগ্রাউন্ড স্টেট' হয়ে ওঠে?


 
আর এসব লক্ষ্য করেই ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, নির্বাচনী সমাবেশের শুরুর দিকে বাইডেন ‘একটা বিপর্যয়’ এবং ‘পুরোপুরি অক্ষম’ ছিলেন। তবে পরবর্তীতে বামপন্থি প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের মুখোমুখি বিতর্কে ঠিক ছিলেন তিনি।

এসব কিছুকে প্রমাণ হিসেবে দেখিয়ে ২৯ সেপ্টেম্বরের নির্ধারিত প্রেসিডেন্সিয়াল বিতর্কের আগে বাইডেনের ড্রাগ টেস্ট করার দাবি তুলেছেন ট্রাম্প।

আর প্রেসিডেন্টের এমন বক্তব্যের জবাবেই তাকে নির্বোধ বলে আখ্যা দিলেন বাইডেন।

আরও পড়ুন: মার্কিন নির্বাচনে কীভাবে জয়-পরাজয় নির্ধারিত হয়?

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর