পাকিস্তানের ভুয়া মানচিত্র পেশ; বৈঠক ত্যাগ ভারতের

পাকিস্তানের ভুয়া মানচিত্র পেশ; বৈঠক ত্যাগ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে এসসিও, অর্থাৎ সাংহাই কোঅপরেশন ওর্গানাইজেশনের বৈঠকে পাকিস্তানের ভুয়া মানচিত্র পেশ করায়, বৈঠক ত্যাগ করে ভারত। গেলো মঙ্গলবার রাশিয়া আয়োজিত এই বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছিলো ভারত ও পাকিস্তান। জি নিউজ এই খবর দিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে জানিয়েছে, পাকিস্তান যা করেছে তা রাশিয়ার এই ‍উদ্যোগের প্রতি নির্মম অবজ্ঞা।

এসসিওর রাশিয়ার সভাপতিত্বে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে পাকিস্তান ইচ্ছাকৃতভাবে একটি কল্পিত মানচিত্রের পূর্বাভাস দিয়েছে যা পাকিস্তান সম্প্রতি প্রচার করছে।

আরও পড়ুন: 


‘বাইডেনকে নিয়ে ট্রাম্পের মন্তব্য নির্বোধের প্রলাপ’


পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, এটি এই বৈঠকের আয়োজকদের প্রতি স্পষ্ট অবজ্ঞা এবং সভার নিয়ম লঙ্ঘন করা হয়েছে।   স্বাগতিকের সঙ্গে পরামর্শের পরে, ভারতীয় কর্মকর্তারা সেই মুহুর্তে প্রতিবাদ করে সভা ত্যাগ করে।

এক বিবৃতিতে রাশিয়া জানিয়েছে, তারা পাকিস্তানের এমন আচরণ সমর্থন করেনি।

পাকিস্তান উস্কানিমূলক আচরণ করেছে ভারতের সঙ্গে। পাকিস্তানের এই কাজ একেবারেই সমর্থন করে না রাশিয়া।

আরও পড়ুন: ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীভাস্তব জানান, এসসিও সম্মেলনের উদ্যোক্তা ও পরিচালক দেশ রুশ ফেডারেশনের জাতীয় সুরক্ষা কাউন্সিলের সচিব নিকোলাই প্যাট্রুশেভ এসসিও সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা পরিষদ বা ভারতীয় এনএসএ এর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে রাশিয়া।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর