শ্যামবাজারে পেঁয়াজের অস্থিরতা কমছে

শ্যামবাজারে পেঁয়াজের অস্থিরতা কমছে

সুলতান আহমেদ

অস্থির পেঁয়াজের বাজার কিছুটা স্থির হতে শুরু করেছে। বুধবার পাইকারি পর্যায়ে কেজিতে ৫ থেকে ৭ টাকা কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। আমদানিকারকরা বলছেন, ভারত রপ্তানি বন্ধ করার পর থেকে অন্য কয়েক দেশ থেকে পেঁয়াজ আনার প্রক্রিয়া শুরু করেছেন তারা। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধির জন্য অসৎ ব্যবসায়ীদের দায়ি করেন।

হুঁশিয়ারি দেন তাদেরকে শাস্তির আওতায় আনার।

বিশেষজ্ঞরা বলছেন, পেঁয়াজের বিষয়ে স্থায়ী সমাধানে দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করতে হবে সরকারকে।

আরও পড়ুন: 


‘দিল্লির চোখে ঢাকাকে দেখে না যুক্তরাষ্ট্র’


রাজধানীর সবচেয়ে বড় পাইকারি পেঁয়াজের বাজার হলো শ্যামবাজার। সেখানে সকালে সারি সারি সাজানো পেঁয়াজ দেখা গেলেও খুব একটা ক্রেতা দেখা যায়নি।

news24bd.tv

খোঁজ নিয়ে জানা গেলো দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ থেকে ৭৭ টাকা কেজি দরে যা মঙ্গলবার ছিল ৮০ থেকে ৮২ টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকায়, যা তার আগের দিন ছিল ৬০ থেকে ৬২ টাকা।

আড়ৎদাররা বলছেন, ভারত থেকে রপ্তানি বন্ধের খবরে কেউ কম দামে বিক্রি করতে রাজি নয়।

শ্যামবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. মাজেদ বলছেন, ভারতের সঙ্গে পেঁয়াজ নিয়ে সরকারের স্থায়ী চুক্তি প্রয়োজন।

আরও পড়ুন: লঞ্চের কেবিনে নারীকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি

এদিকে, সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী দাবি করেন, প্রায় ছয় লাখ টন পেঁয়াজ মজুদ রয়েছে। অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

তবে সমস্যা সমাধানে ভারতের সঙ্গে  রাজনৈতিক সম্পর্ক ব্যবহারের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞদের অনেকে ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর