টাকা বানাতেই পেঁয়াজের দাম বৃদ্ধি : রিজভী

টাকা বানাতেই পেঁয়াজের দাম বৃদ্ধি : রিজভী

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাসীন দলের অসাধু ব্যবসায়ীদের পকেট ভারি করতেই পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি করা হয়েছে।

বুধবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দেশের বাজারে প্রচুর পেঁয়াজ মজুদ থাকলেও বিক্রি কমিয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। ফলে বাজারে পেঁয়াজের তীব্র সংকট দেখা দিয়েছে।

এই সংকট কৃত্রিম। আমরা বিভিন্ন সূত্র থেকে জানছি, গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে এই মজুদের কথা।

আরও পড়ুন: শ্যামবাজারে পেঁয়াজের অস্থিরতা কমছে

আমরা মনে করি, এটাতে সরকারেরও কারসাজি থাকে। সরকার সমর্থিত দলের সিন্ডিকেটই পেঁয়াজের মূল্য বৃদ্ধির পৃষ্ঠপোষক।

আমদানিকারক ও ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতেই পেঁয়াজের এই মূল্য বৃদ্ধি। বিএনপি পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর