খিঁচুড়ি নিয়ে হইচইয়ের কিছু নেই: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

তানজীর মেহেদী

সচিবের পর এবার মিড ডে প্রকল্পের পক্ষে সাফাই গাইলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তার দাবি, খিচুরি রান্না শেখাতে নয়, বরং প্রাথমিক স্তরের দুই কোটিরও বেশি শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার বিতরণ ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জনে পাঁচশ সরকারি কর্মকর্তাকে বিদেশ পাঠানোর প্রস্তাব রাখা হয়েছে প্রকল্পে।  

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য তার।

খিচুড়ি রান্না শিখতে, সরকারি কর্মকর্তাদের বিদেশ পাঠানোর প্রস্তাবের খবর গণমাধ্যমে প্রকাশের পর বইছে সমালোচনার ঝড়।

এরপরও নিজেদের পক্ষে সাফাই থামেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের।

আরও পড়ুন: 


শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সেনাবাহিনীর শরণাপন্ন


মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিষয়টি পরিস্কার করার চেষ্টা করেন, মন্ত্রণালয়ের সচিব।

বুধবার আবার ব্রিফিং করেন প্রতিমন্ত্রী নিজেই।

তার দাবি, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখতে মিড ডে মিল চালু করতে যাচ্ছে সরকার।

প্রাথমিক পর্যায়ের দুই কোটিরও বেশি শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণকে একটা বড় কর্মযজ্ঞ দাবি করেন তিনি।

এজন্য এ অভিজ্ঞতা প্রয়োজন বলে মনে করেন জাকির হোসেন।

আরও পড়ুন: পাকিস্তানের ভুয়া মানচিত্র পেশ; বৈঠক ত্যাগ ভারতের

প্রতিমন্ত্রীর দাবি, প্রকল্পে ৫০০ সরকারি কর্মকর্তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব রেখেছে তার মন্ত্রণালয়।

বিএনপি জামায়াতপন্থী সাংবাদিক থেকে দূরে থাকতে পরামর্শও দেন জাকির হোসেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর