চলচ্চিত্র ডুবছে নকল ও মানহীন গল্পে

চলচ্চিত্র ডুবছে নকল ও মানহীন গল্পে

ফাতেমা কাউসার

একসময় অশ্লীলতাকে দায়ী করলেও বর্তমান চলচ্চিত্রের দুরাবস্থার জন্য নকল ও মানহীন গল্প নির্বাচনকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ফ্রেম টু ফ্রেম কপি কিংবা না জেনে-না বুঝে ভুল সংলাপ ব্যবহার হল বিমুখ করেছে দর্শকদের।  

লোকসানের অংকটাও দিনকে দিন বড় হওয়ায় হল মালিকরা বন্ধ করে দিচ্ছেন দীর্ঘদিনের ব্যবসা সিনেমা হল। এমন বাস্তবতায় দুই দশক আগে ১৪০০ সিনেমা হল থাকলেও বর্তমান সংখ্যাটা মাত্র ৬৮।

news24bd.tv

গেলো বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্রের মন্দাভাব যেনো কাটছেই না। মুক্তির পর মুখ থুবড়ে পড়েছে এমন সিনেমার উদাহরণ অসংখ্য।


আরও পড়ুন: রং সোডা এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে তৈরি হচ্ছে মিষ্টি


নতুন নতুন প্রযোজক আসছে ইন্ড্রাস্ট্রিতে, নতুন সিনেমাও নির্মিত হচ্ছে কিন্তু গল্প নিয়ে যেনো কারো কোনো মাথা ব্যাথা নেই। আর তাই গান,নাচ,গল্প নকল করা এসব ছবি যখন হলে মুক্তি পায় তখন মুখ ফিরিয়ে নেন দর্শকরাই।

অথচ চারপাশের নানা বাস্তব ঘটনাই হতে পারে সিনেমার গল্প। নিজেদের সংস্কৃতিকে ধারণ করে চলচ্চিত্র নির্মিত হলে আবারো প্রাণচাঞ্চল্য ফিরবে বলে মত সংশ্লিষ্টদের।

আর তাই সংশ্লিষ্টরা বলছেন সরকারের সুদৃষ্টি আর পরিচালক ,প্রযোজকদের আরেকটু যত্নশীলতাই পারবে বাংলা সিনেমার সোনালি যুগের স্বপ্ন দেখাতে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ