হামলা হলে আগ্রাসী বাহিনীকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে: ইরান

হামলা হলে আগ্রাসী বাহিনীকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে: ইরান

অনলাইন ডেস্ক

ইরানের উপর যদি কোনো আগ্রাসী বাহিনী হামলা চালায় তাহলে তাদেরকে কবরে পাঠানো হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।

গেল সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছেন, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য যেকোনো হামলার ১০০০ গুণ শক্তিশালী জবাব দেয়া হবে।

এর আগে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম খবর দিয়েছে যে, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত লানা মার্ক্সকে ইরান গুপ্ত হত্যার পরিকল্পনা নিয়েছিল। গত জানুয়ারি মাসে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেনেন্ট জেনারেল কাসেম সোলাইমানিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ব্রণ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করার পর ইরান মার্কিন রাষ্ট্রদূতকে গুপ্ত হত্যার পরিকল্পনায় বলে মার্কিন গণমাধ্যম দাবি করেছে।

এই খবরের প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দেন।


আরও পড়ুন: ফের মার্কিন বিমান ভূপাতিত করল ভেনিজুয়েলা


ট্রাম্পের বক্তব্যের জবাবে আলী শামখানি পাল্টা টুইটার পোস্টে বলেন, কোনো ধরনের আগ্রাসন হলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। এ সময় তিনি ১৯৮০’র দশকে ইরানের বিরুদ্ধে ইরাকি বাহিনীর আগ্রাসনের কথা স্মরণ করিয়ে দেন। আলী শামখানি বলেন, যাদের হাত ইরানের জনগণের রক্তে রঞ্জিত তাদেরকে সাদ্দামের মতো কবরস্থানে পাঠানো হবে।

তারা কঠোর প্রতিশোধের মুখে পড়বে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ