অবশেষে জয়ের স্বাদ পেল পিএসজি

অবশেষে জয়ের স্বাদ পেল পিএসজি

অনলাইন ডেস্ক

অবশেষে জয়ের দেখা পেয়েছে পিএসজি। ফ্রান্স লিগে প্রথমে টানা দুই ম্যাচে হারের পর এ ম্যাচেও হোঁচট খেতে বসেছিল তারা। তবে শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় পেয়েছে টমাস টুখেলের দল।

বুধবার রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের অতিরিক্তি যোগ করা সময়ে গোল করে কোনোমতে জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। তিন ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে অবস্থান করছে তারা।


আরও পড়ুন: ফের মার্কিন বিমান ভূপাতিত করল ভেনিজুয়েলা


করোনাভাইরাসের কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি নেইমার জুনিয়র, অ্যাঞ্জেল ডি মারিয়া, লেওনার্দো পারেদেসরা, ছিলেন কাইলিয়ান এমবাপে। সেই ম্যাচে হেরে যায় পিএসজি।

পরের ম্যাচে ফেরেন নেইমার, ডি মারিয়া, পারেদেসরা, করোনা আক্রান্ত হয়ে বাদ পড়েন এমবাপে। সেই ম্যাচেও হারে পিএসজি।

দ্বিতীয় ম্যাচটিতে লাল কার্ড দেখায় তৃতীয় ম্যাচটিতে নিষিদ্ধ হয়েছেন নেইমার ও পারেদেস, করোনা থেকে সুস্থ হয়ে ফিরতে পারেননি এমবাপে। মনে হচ্ছিল আগের দুই ম্যাচের ফলাফলই হয়তো পাবে পিএসজি। তবে হুলিয়ান ড্রাক্সলারের শেষ সময়ের গোলে জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

তৃতীয় ম্যাচে এসে প্রথম গোল ও জয় পাওয়া পিএসজি আছে ১৫তম স্থানে। সমান তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রেন। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পরের দুটি স্থানে রয়েছে যথাক্রমে মোনাকো ও লিল।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম

এই রকম আরও টপিক