দেশ ভাগের আগে বন্ধ হওয়া রেলপথ আবারো চালু হবে!

দেশ ভাগের আগে বন্ধ হওয়া রেলপথ আবারো চালু হবে!

কাজী শাহেদ, রাজশাহী

দেশ ভাগের আগে বন্ধ হয়ে যাওয়া রেলপথগুলো চালুর উদ্যোগ নেয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের তিনটি স্থলবন্দরের সঙ্গে চলছে রেল যোগাযোগ স্থাপনের কাজ।  

ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হওয়া এসব প্রকল্পের লক্ষ্য। এছাড়া সবগুলো জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় নিতে পশ্চিমাঞ্চলে চলছে প্রায় ১০ হাজার কোটি টাকার প্রকল্প।

 

news24bd.tv

চিলাহাটি স্টেশন থেকে সীমান্ত পর্যন্ত রেলপথটি দেশভাগের পর ১৯৬৫ সালে বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই সাত কিলোমিটারে ব্রডগেজ রেলপথ নির্মাণে প্রকল্প হাতে নেয়া হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সাম্প্রতিক তিন প্রকল্পে গুরুত্ব দেয়া হয়েছে সীমান্ত যোগাযোগকে। পাশাপাশি দেশের তিনটি স্থলবন্দরকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে চলছে চারটি প্রকল্পের কাজ।

এসব প্রকল্পের মূল লক্ষ্য ট্রান্স এশিয়ান রেলওয়েতে বাংলাদেশকে যুক্ত করা।

সীমান্ত যোগাযোগে চলমান প্রকল্পের আওতায় রয়েছে

চিলাহাটি থেকে চিলাহাটি সীমান্ত পর্যন্ত - ৭ কিলোমিটার রেলপথ
পার্বতীপুর থেকে কাউনিয়া পর্যন্ত - ৫৭ কিলোমিটার রেলপথ
খুলনা থেকে দর্শনা পর্যন্ত - ১২৬ কিলোমিটার রেলপথ

সম্ভাব্যতা যাচাই চলছে যে রেলপথগুলোতে

চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ রেলপথ
পঞ্চগড় থেকে বাংলাবান্ধা রেলপথ
ডোমার-জলঢাকা- ভোটমারি রেলপথ
তিস্তায় দ্বিতীয় রেলসেতু

news24bd.tv

ভারতের সঙ্গে রেল যোগাযোগ গড়ে তোলা গেলেও মিয়ানমার এখনো প্রস্তুত নয়। ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হওয়া এটি একটি বাধা বলে মনে করছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ।


আরও পড়ুন: খাতুনগঞ্জে কমতির দিকে পেঁয়াজের দাম


পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানান, আগামী ৩০ সালের মধ্যে মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে রেল যোগাযোগে আমূল পরিবর্তন আসবে।

আন্তর্জাতিক রেল যোগাযোগের পুরো সুবিধা যাতে সবাই পায়, সেই লক্ষ্যে সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় নেয়ার পরিকল্পনাও আছে পশ্চিমাঞ্চল রেলের।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ